আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর এবার ভারতসহ আরও তিনটি দেশে নিউজ ট্যাব চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেইসবুক। এই ট্যাব চালু হলে কনটেন্ট প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকা মালিকদের অর্থ দেবে কোম্পানিটি।
ফেইসবুক মঙ্গলবার ব্লগপোস্টে জানিয়েছে, সামনের ছয় মাসের ভেতর ভারতের পাশাপাশি তারা ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং ব্রাজিলে নিউজ ট্যাব চালু করবে।
গণমাধ্যমগুলোর অনলাইন সংস্করণের লিংক থেকে ফেইসবুক অনেক ব্যবহারকারী ধরে রাখে। পাঠকদের কাছে এই লিংক পাঠাতে অনেক প্রতিষ্ঠানকে আবার ফেইসবুকে বিজ্ঞাপন (বুস্ট) দিতে হয়। বিনিময়ে ফেইসবুক অ্যাডসেন্স থেকে কিছু অর্থ দিলেও সরাসরি নিজেরা কোনো পে করে না।
ফেইসবুক-গুগলের এমন নীতিমালা নিয়ে কয়েক বছর ধরে দেশে-দেশে আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্র প্রশাসনের চাপে পড়ে গত বছর জুনে কোম্পানিটি সেদেশে নিউজ ট্যাব চালু করে। প্রথমে অল্প ব্যবহারকারী এই ট্যাবের আপডেট পেলেও ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সবাই পান।
ফেইসবুক থেকে এভাবে অর্থ পেতে হলে মিডিয়া কোম্পানিগুলোর মান ‘ভালো’ হওয়ার পাশাপাশি ‘প্রচুর পাঠক’ থাকতে হবে।
ফেইসবুক বিবৃতিতে জানিয়েছে, থার্ড-পার্টি ফ্যাক্ট-চেকারদের মাধ্যমে ক্লিবাইট, কপিরাইট এবং সংবেদনশীল কনটেন্ট বিষয়ক পোস্টগুলো মনিটর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।