আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফে তালেবানের সঙ্গে লড়াই তীব্র হয়ে উঠেছে। এমন পরিস্থিতে সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বিশেষ ফ্লাইটে মঙ্গলবার দিল্লি নেওয়া হয়েছে। শহরটিতে থাকা ভারতীয় কনস্যুলেটের কর্মীরাও ওই ফ্লাইটে ফিরে যাবেন। এছাড়া কান্দাহার, জালালাবাদ এবং হেরাত শহরের কনস্যুলেটেও কোনও কর্মী রাখবে না ভারত। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে আফগানিস্তানে প্রায় দেড় হাজার ভারতীয় নাগরিক রয়েছে বলে জানিয়েছে দিল্লি। গত মাসে দেশটি থেকে প্রায় ৫০ জন কূটনীতিককে কান্দাহার থেকে সরিয়ে নেওয়া হয়। আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের তরফ থেকে নাগরিকদের দ্রুত ভারত ফেরার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত সোমবার তালেবানের তরফে জানানো হয়েছে এবার তারা মাজার-ই-শরিফের দিকে নজর ফিরিয়েছে। শহরটির চার দিক থেকেই আক্রমণ চালানো হবে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


