আন্তর্জাতিক ডেস্ক : চীন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল পাঁচটি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। যদিও ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে আনা হয়েছিল এই যুদ্ধবিমানগুলোকে। প্রস্তুতির জন্য এ যুদ্ধবিমানগুলো আম্বালা বিমানঘাঁটিতে রাখা হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমানবাহিনীর ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হয়েছে এ অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে।
বৃহস্পতিবারের অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়া ও প্রতিরক্ষা সচিব অজয় কুমার। ভারতে ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনায়েন ও ফরাসি এয়ার জেনারেল এরিক অটলে এবং দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করে।
ভারতীয় বিমান বাহিনী জানায়, সবরকম প্রথা মেনে, সর্ব ধর্ম আরাধনার পরেই রাফায়েল ফাইটার জেটগুলোকে স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এয়ার শো-তে রাফায়েলের সঙ্গেই অংশ নিয়েছিল সুখোই-৩০এমকেআই, তেজস, জাগুয়ার যুদ্ধবিমানও। ছিল ধ্রুব হেলিকপ্টার।
অনু্ষ্ঠানে রাজনাথ সিং বলেন, ভারতীয় বাহিনীতে রাফালের অন্তর্ভুক্তিকরণ বিশেষ মাত্রা যোগ করবে। বিশেষত দেশের সার্বভৌমত্বকে যারা চ্যালেঞ্জ ছুড়েছে, তাদের জন্য রাফাল যোগ্য জবাব।
রাজনাথ আরও বলেন, সীমান্তে যেভাবে উত্তাপ বাড়ছে তাতে নিরাপত্তার জন্য রাফালের মতো যুদ্ধবিমান প্রয়োজন। বিশেষত সীমান্তের পাহাড়ি এলাকায় প্রতিরক্ষার জন্য রাফালের মতো শক্তিশালী ফাইটার জেট ভারতের শক্তি আরও বাড়াবে।
এই ৫ টি রাফায়েল জেট ভারতে এসে পৌঁছলেও আরও ৩১ টি রাফায়েল জেট এখনও ফ্রান্স থেকে আসা বাকি। এই রাফায়েল জেট হাতে পাওয়ার পরেই অবশ্য কয়েকগুণ শক্তি বেড়েছে, বলেছে দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তা।
ভারত ও চীনের লাদাখ এবং অরুণাচল নিয়ে যখন প্রতিনিয়ত উত্তাপ ছাড়াচ্ছে ঠিক এমন সময় দেশটির যুদ্ধ বিমানের বহরে এই রাফায়েল যুক্ত হল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।