স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ব্যাটসম্যানরা দলের কথা ভেবে খেলেন। ভারতীয় ব্যাটসম্যানরা স্বার্থপর। তারা শুধু নিজেদের কথা ভেবে খেলেন। এমন বিস্ফোরক অভিযোগ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
সম্প্রতি, ইউটিউবে এক ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে আলোচনায় ইনজামাম বলেছেন, আমরা যখন ভারতের বিরুদ্ধে খেলতাম, কাগজকলমে ওদের ব্যাটিং আমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যদি ৩০-৪০ রানও করতো, তবে তা হতো দলের জন্য। আর, ভারতের কেউ সেঞ্চুরি করলেও তা নিজের জন্য খেলে করতো। দুই দলের মধ্যে এটাই ছিল তফাত।
১৯৯১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ইনজির। পরের বছর অভিষেক হয় টেস্টে। ২০০৭ সাল পর্যন্ত খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট।
এই সময়ের মধ্যে মোহাম্মাদ আজহারউদ্দিন, শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেবাগ ও যুবরাজ সিংয়ের মতো ব্যাটসম্যানরা খেলেছেন টিম ইন্ডিয়ার হয়ে।
১২০ টেস্ট, ৩৭৮ একদিনের ম্যাচ ও এক টি-টোয়েন্টি খেলা ইনজির বক্তব্যের সুর হল এই, ভারতীয় ব্যাটসম্যানদের সবাই স্বার্থপর। তারা দলের কথা না ভেবে নিজের রান বাড়ানোর জন্য মাঠে নামতেন ক্রিকেট খেলতে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.