আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৮ শতাংশ মানুষ হিন্দু ধর্মালম্বী হওয়া সত্ত্বেও সংখ্যার বিচারে কিছু কিছু রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মিজোরাম। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সীমান্ত ঘেঁষা এ রাজ্যে হিন্দু জনসংখ্যা মাত্র ৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে সেখানে ৮৭ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। তাই এ রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু। এছাড়া মিজোরামে ৮ দশমিক ৫ শতাংশ বৌদ্ধ ও মুসলমান রয়েছেন ১ দশমিক ১ শতাংশ। এ রাজ্যের বেশির ভাগ মুসলমানরা জাতিগতভাবে রোহিঙ্গা। মনোরম পরিবেশ ও সমৃদ্ধ সংস্কৃতিতে ভরা মিজোরা জাতি হিসেবে বেশ প্রাণবন্ত ও মিশুক। তারা গান করতে এবং নাচতে ভীষণ ভালোবাসে।
সবচেয়ে বেশি ব্যাপঅটিস্ট রাজ্যে নামে খ্যাত নাগাল্যান্ডের মোট জনসংখ্যার মাত্র ৮ দশমিক ৭ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অন্তর্গত।স্বাভাবিকভাবেই সেখানে খ্রিষ্টান রয়েছে ৮৮ শতাংশ। তাই এ রাজ্যেও হিন্দুরা সংখ্যালঘু। ১৬ হাজার ৬৭৯ বর্গ কিলোমিটারের এ রাজ্যে ১৬টি ভিন্ন জাতি রয়েছে। যাদের প্রত্যেকেরই নিজস্ব রীতিনীতি পোশাক, ভাষা ও আলাদা সংস্কৃতি পরিচয় আছে।
অরুণাচল প্রদেশ এটি ভারতের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত জনবিরল পাহাড়ি এলাকা। জনসংখ্যার অধিকাংশই মূলত এশিয়াভিত্তিক হলেও তিব্বত ও মিয়ানমারের মানুষের সাথে তাদের অনেক শারীরিক মিল রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হিন্দুদের সংখ্যালঘু হওয়ার ধারাও অরুণাচল প্রদেশের অব্যাহত রয়েছে। এখানে হিন্দুদের প্রায় সংখ্যা ২৯ শতাংশর কাছাকাছি। তবে সংখ্যাগরিষ্ঠর তকমা জুটেছে খ্রিষ্টানদের। মোট জনসংখ্যার ৩০ শতাংশ। রয়েছে ২৬ শতাংশ দোনয়ি পোলো নামের আদিবাসী ধর্ম অনুসারীরাও। এছাড়া এখানে অনেক জাতি ও উপজাতি রয়েছে যাদের প্রত্যেকেরই রয়েছে স্বতন্ত্র সামাজিক সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতি।
ভারতের সবচেয়ে উত্তরের রাজ্য জম্মু-কাশ্মীরেও সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীরা। ভারতের অন্য রাজ্যের তুলনায় জম্মু-কাশ্মীরে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে। উত্তরের এ রাজ্যে মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩ শতাংশ মানুষ ইসলাম ধর্মালম্বী। আর হিন্দু ধর্মাবলম্বী ২৮ দশমিক ৪ শতাংশ। সেখানে হিন্দুরা আবার বিভিন্ন দলে বিভক্ত যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি। এছাড়াও সেখানে কিছু সংখ্যক শিখ ও বৌদ্ধ রয়েছে।
জম্মু কাশ্মীরের মত উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু, সংখ্যাগুরুর ভূমিকা আছে শিখ সম্প্রদায়। শিখ ধর্মাবলম্বীদের পবিত্র শহর অমৃতসর এ রাজ্যে অবস্থিত। ভারতের উত্তর-পশ্চিম দিকে পাঞ্জাবের মোট জনসংখ্যার ৫৭ দশমিক ৭ শতাংশ মানুষই শিখ ধর্ম অনুসরণ করেন। অন্যদিকে হিন্দু ধর্ম অনুসরণ করেন ৩৮ দশমিক ৪ শতাংশ মানুষ। এছাড়াও পাঞ্জাবে ইসলাম, খ্রিস্টান, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাস করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।