ভারতের সবচেয়ে সফল অভিনেতাদের একজন। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। তার স্পেশাল সিগনেচার মুভ অনেক ভারতীয় স্টারদের থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছে। বলা হচ্ছে সুপারস্টার থালাপতি বিজয়ের কথা।
থালাপতি বিজয় তার বড় পর্দার ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন। রুপালি পর্দায় তিনি বিজয় নামে পরিচিত। ১৯৭৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা চলচ্চিত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে একটি সিনেমায় অভিষেক হয় এই সুপারস্টারের।
তিনি রাজনীতি সচেতন অভিনেতা হিসেবে খ্যাতি পেয়েছেন। ভারতের রাজনীতি নিয়ে তার সবসময় আগ্রহ ছিল। সিনেমার ভেতরে বা বাইরে সবসময় তিনি রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসেন। এ কারণে এই অভিনেতা থেকে অনেক বিতর্কের মুখোমুখি হতে হয়েছে।
জানা গেছে থালাপতি বিজয় নাকি নতুন রাজনৈতিক দল নির্মাণ করতে চলেছেন। তিনি এখন পর্যন্ত ৬৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করে চলেছেন।
বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি অবদান রেখেছেন। শিক্ষার্থীদের পড়াশোনা, আর্থিক সহযোগিতা ও মানব কল্যাণমূলক কাজে তিনি অংশগ্রহণ করে থাকেন। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ময়দানে ভালো কিছু করতে চান এই সুপারস্টার।
তিনি নিজের রাজনৈতিক দলের নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন। এ দলের নাম বাংলায় তামিলনাড়ু বিজয় পার্টি। তিনি তার পুরো সময় রাজনীতিতে ব্যয় করতে চান। তবে চুক্তিবদ্ধ সিনেমার কাজ তিনি শেষ করা যাবেন। জনসেবামূলক রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।
এর আগে তামিলনাড়ু রাজনীতিতে বেশ কয়েকজন অভিনেতা এসেছিলেন। এখানে রামচরণ ও জয়ললিতা অন্যতম। এখন এখানে যোগ দিতে চলেছেন থালাপতি বিজয়। তার এ ধরনের ঘোষণা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সবে আশা করছেন পর্দার নায়েক এবার বাস্তবের নায়ক হয়ে উঠতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।