স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের আসরটি অনেকগুলো নতুন নিয়ম নিয়েই শুরু হয়েছিলো। এর মধ্যে একটি নিয়ম হলো প্রত্যেক দলকে দুই ধরনের জার্সি পড়ে খেলতে হবে। একটি ‘হোমে’ আর অন্যটি ‘অ্যাওয়ে’তে। এক্ষেত্রে ইংল্যান্ড যেহেতু আয়োজক তাই তাদের দুই ধরনের জার্সি লাগবে না। সাধারণত খেলতে নামা দু’দলের জার্সি একই রকম হওয়ার কারণে এই নিয়ম করেছে আইসিসি।
এর ভিত্তি করে বরাবর নীল জার্সি পরা ভারতের দ্বিতীয় জার্সি কমলা রঙের। যেটি আগামী রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে পরে মাঠে নামবে। তবে ভারতের নতুন এই জার্সিটি দেশটির রাজনৈতিক দল কংগ্রেস ও সমাজবাদী দল ভারতের এই অ্যাওয়ে জার্সিতে রাজনীতির গন্ধ খুঁজে প্রতিবাদ জানিয়েছেন।
ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দলটি নীল ছাড়া অন্য রঙের আধিক্য থাকা জার্সি পড়ে খেলবে। কিন্তু ভারতের দুই রাজনৈতিক দল কংগ্রেস ও সমাজবাদী দল অভিযোগ করছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইচ্ছাকৃতভাবেই তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ব্যবহৃত রং কমলাকে ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছেন।
তারা দাবি করেছেন, পতাকা তিনটি রঙ নিয়েই তেরাঙা জার্সি করা যেত। শুধু কমলা রং কোন উদ্দেশ্যে ব্যবহার করা হল সে প্রশ্নও করেছেন তারা। সমাজবাদী দলের এমএলএ (মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি) আবু অসিম আজমি বলেন, ‘তিন রঙের সমাহার থাকতেও শুধু কমলা রঙই কেন বেছে নেয়া হল? তেরাঙা হলে জার্সিটা অনেক ভালো দেখাত।’
ভারতের সাবেক মন্ত্রী ও কংগ্রেসের এমএলএ নাসিম খান বলেন, ‘মোদি এখন ক্ষমতা আছেন তাই তার ইচ্ছাই প্রাধান্য পেয়েছে। কিন্তু দেশের স্বার্থে ও জাতীয় ঐক্যের জন্য তেরাঙা জার্সিই ঠিক ছিল। প্রশাসনকে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।