স্পোর্টস ডেস্ক: ২১ জুন ব্যাঙ্গালুরুতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। আসরকে সামনে রেখে শনিবার রাতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আসর শুরুর ৬ দিন আগেই ভেন্যুতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা।
কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলেই ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা দেয় লাল সবুজের প্রতিনিধিরা। সাফের আট দলের ভেতর কেবল বাংলাদেশ আর নেপাল বর্তমানে অবস্থান করছে ব্যাঙ্গালুরুতে।
স্বাগতিক ভারত এখনও পৌঁছায়নি ভেন্যুতে। ভুবনেশ্বরে একটি টুর্নামেন্টে খেলছে এখন স্বাগতিকরা। টুর্নামেন্ট শেষে সাফ মিশনে আসবে ভারত। সঙ্গে আসবে লেবানন।
এদিকে মরিশাস থেকে সরাসরি ভেন্যুতে আসবে পাকিস্তান। ইতোমধ্যেই ভারতে আসার সবুজ সংকেত পেয়েছে তারা। ভিসা পেলেই ভারতে পা রাখবে পাকিস্তান ফুটবল দল।
কম্বোডিয়ার বিপক্ষে জয় বাগিয়ে নেয়ায় সাফ মিশনে বেশ আত্মপ্রত্যয়ী টাইগার অধিনায়ক জামাল ভূঁইয়া। কম্বোডিয়া ছাড়ার আগে সতীর্থদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেন, ‘দলের আত্মবিশ্বাস একটু বেড়েছে। শেষ দুই ম্যাচ আমরা জিতেছি, অবশ্যই দলের জন্য ভালো। যদিও দুটি টেস্ট (পরীক্ষামূলক) ম্যাচ ছিল, কিন্তু আমি চাই আরও ভালো খেলতে হবে। আরও ভালো খেললে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। ১-০ গোলে জিতেছি, কিন্তু আরেকটু ভালো খেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘এখন আমাদের মনোযোগ লেবানন ম্যাচ নিয়ে। লেবানন নিয়ে কাজ করতে হবে, কীভাবে খেলব, আক্রমণ করব–এসব ট্যাকটিক্যাল দিক নিয়ে কাজ করতে হবে। আমরা তো চাই চ্যাম্পিয়নশিপ, কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে লেবানন ম্যাচ, ওদের বিপক্ষে ১ পয়েন্ট বা ৩ পয়েন্ট যদি নিতে পারি, তাহলে আমরা আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচে যেতে পারি। তো আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। তবে অবশ্যই মূল লক্ষ্য চ্যাম্পিয়নশিপ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।