আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন মঙ্গলবার (৬ মে) মধ্য রাতে শ্রীনগরের পূর্ব দিকে পাম্পোরের কাছে একটি ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০ ভূপাতিত করেছে পাক বাহিনী। তিনি বলেন, এই ঘটনা পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা ও মাতৃভূমিকে যেকোনো মূল্যে রক্ষা করার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর অটল অঙ্গীকারের প্রতীক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অভিযানিক ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বিমান বাহিনীর ‘যুদ্ধকালীন রণকৌশলের শ্রেষ্ঠত্বের’ প্রশংসা করেন এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প পুনর্ব্যক্ত করেন। দেশটির সশস্ত্র বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন — যার মধ্যে পাইলট, প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা ছিলেন — এবং তারা দেশের প্রতিরক্ষায় যে নির্ভুলতা, পেশাদারিত্ব ও অঙ্গীকার দেখিয়েছেন, তার জন্য ‘গভীর প্রশংসা’ করেন।
তিনি বলেন, ‘অপ্ররোচিত আগ্রাসনের প্রেক্ষাপটে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী নজিরবিহীন সংযম, কৌশলগত দূরদৃষ্টি এবং অপারেশনাল নিখুঁততা প্রদর্শন করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তাদের দ্রুত ও সুপরিকল্পিত প্রতিক্রিয়া কেবল হুমকি প্রতিহত করেনি, বরং শত্রুপক্ষের সামরিক কাঠামোতেও এক চূড়ান্ত আঘাত হেনেছে — যা আবারও নির্দ্বিধায় প্রমাণ করে যে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আপসহীন।’
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘সমগ্র জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও সতর্কতার জন্য গর্ববোধ করে। সেনাপ্রধানের সুদক্ষ পরিচালনায়, আমাদের প্রতিরক্ষাকর্মীরা আবারও প্রমাণ করেছেন যে পাকিস্তানের নিরাপত্তা অক্ষুন্ন এবং যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দৃঢ়, শক্তিশালী এবং ক্ষমাহীন হবে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি সংযুক্ত করার মাধ্যমে তিনি বাহিনীটির (পিএএফ) অভিযানিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন, যা একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।