আন্তর্জাতিক ডেস্ক: আক্রমণকারীকে এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় দুই সাংবাদিককে বারাণসীর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর ডয়চে ভেলে’র।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শোনভদ্র অঞ্চলে। সেখানে কোলিয়ারি মার্কেটে স্থানীয় সংবাদমাধ্যমের দুই সাংবাদিক একটি হোটেলে বসেছিলেন। তখনই বাইকে এসে আক্রমণকারী খুব কাছ থেকে তাদের গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুলি করেই আক্রমণকারী দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ওই দুই সাংবাদিককেইবারাণসীর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই সাংবাদিকের নাম লাড্ডু পাণ্ডে এবং শ্যামসুন্দর পাণ্ডে। কেন তাদের উপর হামলা হলো, তা এখনো জানতে পারেনি পুলিশ। তবে এসএইচও প্রণব শ্রীবাস্তব জানিয়েছেন, পুলিশের একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। অপরাধীকে খোঁজা হচ্ছে। তার প্রাথমিক বিবরণও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নেওয়া হয়েছে।
এর আগেও উত্তরপ্রদেশে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। গত কয়েকবছরে ভারতে সাংবাদিকদের উপর আক্রমণ আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে বলে দাবি মানবাধিকার সংগঠনগুলির। এনিয়ে কোনো কোনো সংগঠন আন্দোলনেও নেমেছে। বস্তুত, ভারতে সংবাদমাধ্য়মের অধিকার নিয়েও গত কয়েকবছরে নানা মহলে বিতর্ক চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।