আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে ‘অনুপ্রবেশকারী বাংলাদেশিরা’ উপজাতি নারীদের বিয়ে করছে বলে অভিযোগ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপজাতিদের বিয়ে করতে বাংলাদেশিদের অনুমতি দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শনিবার ঝাড়খণ্ডের দুমকায় জনসভা ছিল বিজেপির সাবেক কেন্দ্রীয় সভাপতি অমিত শাহের। সেখানে তিনি বলেন, ‘ঝাড়খণ্ডে আদিবাসী জনগোষ্ঠী কমে যাওয়ার জন্য হেমন্ত সোরেন। তিনি বালাদেশি অনুপ্রবেশকারীদের উপজাতি নারীদের বিয়ে করার অনুমতি দিয়েছেন। তারা (বাংলাদেশিরা) উপজাতিদের জমি ছিনিয়ে নিচ্ছে, যা সহ্য করা হবে না।’
বিজেপির সাবেক সভাপতি বলেন, ‘কংগ্রেসের সমর্থন পেতে হেমন্ত সোরেন পেছনের দরজা দিয়ে মুসলিমদের কোটা সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। আমি সতর্ক করছি যে, হেমন্ত সোরেন ও রাহুল গান্ধীর এমন পরিকল্পনা বিজেপি সফল হতে দেবে না।’
অমিত শাহ আশ্বাস দেন, বিজেপি জিতলে প্রচুর শিল্প-কারখানা গড়ে তোলা হবে যাতে ঝাড়খণ্ডের যুবকদের চাকরির খোঁজে অন্যত্র যেতে না হয়।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে চলছে বিধানসভার নির্বাচন। গত বুধবার এ নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্ধিতা করছে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও বিজেপি। দুর্নীতির দায়ে জেলে গেলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। তবে তিনি দল বদলে নির্বাচন করছেন বিজেপির হয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।