ভারতের অনুদানের ২০ রেল ইঞ্জিন হস্তান্তর আজ
জুমবাংলা ডেস্ক : ভারতের অনুদানের ২০টি ডিজেলচালিত ব্রড গেজ লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে হস্তান্তর করা হবে। গেদে-দর্শনা রেলপথ দিয়ে ভারত থেকে লোকমোটিভগুলো বাংলাদেশে আসবে।
এরপর দর্শনা সীমান্ত থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা এ লোকোমোটিভগুলো নেবেন।
সোমবার (২২ মে) বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪ টায় রেলভবনে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আর ভারত থেকে সে দেশের রেলমন্ত্রী ভার্চ্যুয়ালি সংযুক্ত হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।