ভারতের ঋণ শোধে সময় চাইলেন মুইজ্জু

আন্তর্জাতিক ডেস্ক : মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বিগত বেশ কয়েক মাস ধরেই নয়াদিল্লি ও মালের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। মালদ্বীপে নিযুক্ত ভারতের অল্পসংখ্যক সেনা সদস্যকে সরানো নিয়ে অনড় থেকেছেন মুইজ্জু। এরই মাঝে এবার ভারতকেই ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা দিয়ে নয়া আবদার জুড়ে দিল মালদ্বীপ। চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জু ৪০ কোটি মার্কিন ডলার ঋণ পরিশোধে বাড়তি সময় ও সহযোগিতা চেয়েছেন। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

গত বছরের মধ্যে ভারতকে ৪০ কোটি ১ লাখ মার্কিন ডলার ঋণ ফেরানোর কথা ছিল মালদ্বীপের। নভেম্বরে ক্ষমতায় আসীন হন মুইজ্জু। এর পরে আর ভারতের ঋণ শোধ করেনি মালে। এরই মাঝে ভারতের সেনাকে মালদ্বীপের মাটি থেকে সরানোর দাবিতে সুর চড়ান মুইজ্জু। ভারত সেই মোতাবেক সেনা সরানো শুরুও করেছে। এরই মধ্যে মুইজ্জুকে সুর নরম করতে দেখা গেল।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুইজ্জু বলেছেন, ‘আগের সরকার ভারতের কাছ থেকে অনেক ঋণ নিয়েছিল। সেই ঋণ শোধ নিয়ে কিছুটা সময় চাইছি ভারতের থেকে। তবে এরই মধ্যে ভারত যাতে তাদের অন্যান্য প্রকল্প এই দেশে চালিয়ে যায়, সে অনুরোধও করেছি আমরা। ভারত-মালদ্বীপ সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না।’