অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বের বাঁচা-মরার ম্যাচে ভারতকে ৬৫ রানের লক্ষ্য দিয়েছিলো বাংলাদেশ। ওই লক্ষ্যে পৌঁছতে মাত্র ৪৩ বল ব্যাটিং করতে হয় ভারতকে। ৮ উইকেটের ব্যবধানে ম্যাচ হারার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ অভিযানও শেষ হয়ে গেছে বাংলাদেশের।
১.৬ কোটি রুপিতে ডব্লিউপিএলে দল পাওয়া ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কমলিনিকে দাঁড়াতে দেননি আনিসা আক্তার সোবা। চতুর্থ ওভারে তাকে ফেরালেও আরেক ওপেনার তৃষা গোংগাড়ি ছিলেন মারকুটে মেজাজে। ৮ চারে ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। জয় থেকে ৪ রান দূরে থাকতে তাকে থামান হাবিবা ইসলাম পিংকি।
কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় ঢের। ৮ উইকেটেই ম্যাচ জিতে নেয় ভারত। এর আগে কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। টপ অর্ডারদের ব্যর্থতায় কুড়ি ওভার শেষে সুমাইয়ারা বোর্ডে তোলেন মাত্র ৬৪ রান।
দলের রান ২২-এ পৌঁছতে বাংলাদেশ হারায় আরও দুই উইকেট। ততক্ষণে ১০ ওভারের খেলা শেষ। ৬ষ্ঠ উইকেটে জান্নাতুল মাওয়াকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন অধিনায়ক সুমাইয়া আক্তার। ২০ বলে ১৪ রান করে ফেরেন মাওয়া। আর শেষ পর্যন্ত ২৯ বল খেলে ২১ রানে অপরাজিত থাকেন সুমাইয়া। পুরো ইনিংসে একটি বাউন্ডারিও হাঁকাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সর্বনিম্ম দলীয় সংগ্রহ। ভারতের বৈষ্ণবি শর্মা ৩ উইকেট শিকার করেন।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।