স্পোর্টস ডেস্ক : আর কয়েক ঘণ্টা পর চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। ক্রিকেটের এই দ্বৈরথ নিয়ে দর্শক-সমর্থকদের মাঝে অন্যরকম উন্মাদনা তৈরি হয়। দল হারলে আবেগ সামলাতে না পেরে ঘরের টেলিভিশন সেট ভেঙে ফেলার ঘটনাও অহরহ ঘটে। তবে এবার ভারতের কাছে হারলে স্বাগতিক দেশের সমর্থকেরা এমন কিছু না করার আহবান জানালেন বাসিত আলী।
শক্তির দিক দিয়ে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। তারা বাংলাদেশকে হারিয়ে আসর শুরু করেছে। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই হেরেছে পাকিস্তান। ২০১৭ সালে এই ভারতকে হারিয়েই পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল। কিন্তু সেই দিন এখন অতীত। বর্তমানের ভারতীয় দলকে হারানোটা পাকিস্তানের জন্য ভীষণ কঠিন বটে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তাই ভক্তদের আবেগ সামলানোর আহ্বান জানিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘যদি ভারতের কাছে পাকিস্তান বাজেভাবেও হারে, তবুও সমর্থকরা এবার টিভি সেট ভাঙবেন না। কারণ, এখানকার অর্থনৈতিক অবস্থা খারাপ। আমরা শুধু তাদের কথা-বার্তাই শুনতে পাব। ভারত ফেভারিট- এতে কোনো সন্দেহ নেই। যদি পাকিস্তান জিতে যায়, এটা বড় একটা অঘটন হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।