স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেখানে হট ফেভারিট ছিল ভারত, সেই ভারতই তাদের প্রথম দুই ম্যাচে হেরে কোণঠাসা অবস্থায়। ভারতের এই বাজে পারফরমেন্সের কারণ খুঁজতে গিয়ে অনেকেই মনে করছিলেন দলে হয়তো ভাঙন ধরেছে।
কোহলিদের এমন হতাশাজনক পারফরম্যান্সে পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব আখতার সেই একই ইঙ্গিত দিলেন।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘ভারতীয় দলের মধ্যে দুটো ক্যাম্প তৈরি হয়েছে। একটা দল কোহলির পক্ষে, অন্য দল আবার কোহলির বিরুদ্ধে।’
যদিও শোয়েব ভারত অধিনায়ককে সম্মান জানাতে বলেছেন। শোয়েব বলেছেন, ‘কোহলি গ্রেট ক্রিকেটার। দুটো ম্যাচে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে না পারলেও ওকে সম্মান করা উচিত।’
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারত হার মানে। দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে হারতে হয় ভারতকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং স্লট থেকে সরিয়ে তিন নম্বরে পাঠানো হয় রোহিত শর্মাকে। চারে নেমে যান বিরাট।
ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন নিয়ে স্থির থাকতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘রোহিতকে তিন নম্বরে পাঠিয়ে বার্তা দেওয়া হলো, বোল্টকে সামলানোর ক্ষমতা নেই ওর।’
শোয়েব নিজেও ভারতের হার দেখে হতাশ। মঙ্গলবার (২ নভেম্বর) কোহলিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ইনস্টাগ্রামে ক্রিকেট খেলা ছেড়ে দাও, মাঠে খেলা শুরু করো। দয়া করে নিজেদের মনোযোগ ধরে রাখো। এটা একটা প্যাশন, ফ্যাশন নয়। যেমন বোলিং বিভাগ তোমরা নিয়ে এসেছ, তাতে ম্যাচ জেতা কষ্টকর।’
ভারতের হার দেখে শোয়েব একপ্রকার নিশ্চিত সাজঘরে দুটো শিবিরে ভেঙে গিয়েছে ভারতীয় দল। একদল কোহলির সঙ্গে, অন্য দল কোহলির বিরুদ্ধে। অবশ্য এ যুক্তি নতুন কিছু নয়।
২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের সময়েও একই রকম গল্প ছড়িয়েছিল। তখন বলা হয়, কোহলি ও রোহিত শর্মার মধ্যে ব্যক্তিগত সংঘাত রয়েছে।
এবারের বিশ্বকাপে ভারতের খেলা দেখে শোয়েব বলছেন, ‘ভারতীয় দল সম্পূর্ণ দ্বিধাবিভক্ত। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন এমন হচ্ছে তা আমার জানা নেই। হতে পারে কোহলির ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য। হতে পারে অন্য কোনো কারণ।’
ট্রেন্ট বোল্ট, উইলিয়ামসনদের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখার পরে শোয়েব আরও বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে অত্যন্ত বাজে খেলেছে ভারত। ওদের মানসিকতাও ঠিক ছিল না। নতুন কোনো পরিকল্পনা নিতে দেখা যায়নি ভারতকে। খারাপ খেললে তো সমালোচনা সহ্য করতেই হবে।’
টুর্নামেন্টের অন্যতম দাবিদারদের এমন করুণ পরিস্থিতি দেখে এরই মধ্যে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। সমালোচকরা সঠিক সময় ভেবে টিপ্পনি কাটতেও ভুল করেনি।
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদিও ভারতের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। নিজের টুইটারে করা এক মন্তব্যে আফ্রিদি বলেন, ‘যদিও কাগজে-কলমে এখনো ভারতের শেষ চারের সম্ভাবনা রয়েছে, তবে তারা শেষ দুটি ম্যাচে যেভাবে খেলেছে, অলৌকিক কিছু না হলে সম্ভব নয়।’
অন্যদিকে, পাকিস্তান ও কিউইদের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফেরকে খোঁচা দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারের পরই অনেকটা রসিকতার সুরেই ভন টুইট করেন, ‘কেমন আছো, ওয়াসিম জাফের? ‘ভনের এই টুইট কি কাটা ঘায়ে নুনের ছেটার মতো লেগেছে ওয়াসিমের? কে জানে। ভনের সেই টুইট রি-টুইটও করছেন অনেকে। সেই মন্তব্যে মজার রসদও খুঁজে নিচ্ছেন অনেকে। অন্য অনেকের মতো ভনের টুইট রি-টুইট করেছেন ওয়াসিম জাফেরও। জবাবে তিনি বলেছেন, কান্নাকণ্ঠে ‘আমি খুব ভালো আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।