আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজন নিহত হয়েছে। শুক্রবার (২ মে) গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ ভিড় করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে পদপিষ্টের ঘটনা ঘটে। খবর এনডিটিভি
পদপিষ্টের ঘটনায় অন্তত ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। ঘটনার পরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের মধ্যে দিয়ে হেঁটে যান। শতাব্দীপ্রাচীন এই যাত্রায় যোগ দেয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করেন।
শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। তবে কী কারণে সেখানে হুড়োহুড়ি সৃষ্টি হয়, তা এখনও স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভিড়ের মধ্যে মানুষের একাংশ নিয়ন্ত্রণ হারান। সেখান থেকে অন্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এবং মন্দিরের স্বেচ্ছাসেবকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এদিকে এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আহতদের দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন তিনি।
কী কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।