আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ুর রাজধানী চেন্নাই এবং কয়েকটি জেলায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। খবর ইউএনবি’র।
শুক্রবার থেকে শুরু হওয়া এ লকডাউন কার্যকর থাকবে চলতি মাসের শেষ পর্যন্ত।
রাজ্য প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘চেন্নাই, কাঞ্চিপুরাম, ত্রিভাল্লুর এবং চেঙ্গালপাট্টু জেলায় ১২ দিনের লকডাউন শুরু হয়েছে। এসব অঞ্চলে শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবাগুলো পরিচালনার অনুমতি দেয়া হবে।’
করোনায় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত রাজ্য তামিলনাড়ু। এ রাজ্যে এখন পর্যন্ত ৫২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
স্থানীয় কর্মকর্তারা জানান, লকডাউনের সময় স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত দোকান খোলা থাকবে। তবে চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলোর ক্ষেত্রে লকডাউন শিথিল করা হবে।
লকডাউন যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি বিস্তৃত কর্মপরিকল্পনা তৈরি করেছেন চেন্নাই, কাঞ্চিপুরাম, ত্রিভাল্লুর এবং চেঙ্গালপাট্টু জেলার স্বাস্থ্য এবং পুলিশ কর্মকর্তারা।
অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। যদিও নিয়মিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট এবং দূরপাল্লার ট্রেন চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।