বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিনেত্রী ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া। ছবির নাম ‘সুনেত্রা সুন্দরম। ’ এটি পরিচালনা করছেন শিব রাম শর্মা। আজ ভারতের আনন্দবাজার পত্রিকায় এই ছবি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়।
সেখানেই পরিচালকের বরাত দিয়ে জানানো হয় বাংলাদেশের দুই অভিনেত্রীর ছবিটিতে অভিনয় করার কথা। মঙ্গলবার বিকেলে ফারজানা চুমকির সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতেই তিনি বলেন, ‘হ্যাঁ ছবিটি করছি। ’
ছবির নামভূমিকায় অর্থাৎ সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র। ট্রেনে নারীদের যাতায়াতে টয়লেট নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয় ‘সুনেত্রা সুন্দরম’-এর গল্প সেটাকে কেন্দ্র করেই। ২৩ মার্চ থেকে কলকাতায় চলচ্চিত্রের শুটিং শুরু হতে যাচ্ছে। শুটিংয়ে অংশ নিতে একদিন আগেই ভারতে যাবেন চুমকি ও নাদিয়া।
সালহা খানম নাদিয়া জানালেন ছবিতে তাঁর ও চুমকীর চরিত্র সম্পর্কে, ‘কলকাতার একটি অফিসে আমার ও পার্নোর বস চুমকি আপা। নারীদের যে সমস্যা নিয়ে ছবিটি, এই সমস্যা সমাধানে আমরা তিনজন মিলে একটা পদক্ষেপ নেব। আপাতত এর বেশি বলতে মানা আছে। ’
কলকাতা সিটির যানবাহনে ও বিভিন্ন এলাকার কর্মজীবী নারীদের টয়লেটে যাওয়ার সুযোগ সীমিত। দিনে দুবারও টয়লেট যেতে পারেন না অনেকে। ফলে অনেকেই কিডনি রোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি স্পর্শ করেছে শিব রাম শর্মাকে।
আনন্দবাজার পত্রিকাকে শিব রাম শর্মা বলেন, ‘নিজের স্ত্রীকে এই সমস্যায় পড়তে দেখেছি। অনেক মেয়েকেই এমন সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। আমার স্ত্রীর এক বার মাঝ রাস্তায় বাথরুমের প্রয়োজন পড়েছিল। সুলভ শ্রেণির টয়লেট অত্যন্ত নোংরা। তাই তিনি যাননি। এ দিকে টয়লেটের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এই সব ঘটনা দেখে এবং জেনেই ছবিটি করতে অনুপ্রাণিত হয়েছি।’
ছবিতে আরো অভিনয় করছেন সোমরাজ মাইতি। প্রযোজনায় শিবপার এন্টারটেনমেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।