আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে ভুলবশত ভারতের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভুখণ্ডে পড়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রণালয় থেকে এই মন্তব্য করা হয়েছে। এই ঘটনাকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে দায়ী করেছে এবং একে ‘গভীরভাবে দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘২০২২ সালের ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণের সময়, একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাবশত মিসাইল ছোড়া হয়। ভারত সরকার একে গুরুত্ব সহকারে নিয়েছে এবং একটি উচ্চ পর্যায়ের কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, জানা গেছে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়েছে।এ ঘটনা দুঃখজনক হলেও স্বস্তির বিষয় এতে কোনো প্রাণহানি হয়নি।
পাকিস্তানের মতে, পাকিস্তানের আকাশসীমার মধ্যে ৪০ হাজার উচ্চতায় ১০০ মিটারের বেশি উড়েছিল এই ক্ষেপণাস্ত্র। এর গতি ছিল শব্দের তিনগুণ বেশি। এতে কোনো ওয়ারহেড ছিল না বলে বিস্ফোরিত হয়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। দেশটি এই ঘটনাকে বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘন বলছে।
এছাড়া পাকিস্তান এই ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে। বলেছে, এতে যাত্রীবাহী ফ্লাইট ও বেসামরিক লোকদের জীবন বিপন্ন হতে পারতো।
এই ঘটনায় পাকিস্তান ভারতকে সতর্ক করেছে। বলেছে, এই ধরনের গাফিলতির অপ্রীতিকর পরিণতি সম্পর্কে সচেতন হতে। ভবিষ্যতে এই ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।