আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি (GDP) বাড়ল ৭.৮ শতাংশ। অর্থাৎ নতুন অর্থবর্ষের প্রথমটা দারুণ হল ভারতের। যা নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য ভাল খবর। বিশ্বের যে কোনও বড় অর্থনীতির তুলনাতেও এই বৃদ্ধি চমকপ্রদ।
গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি পেয়েছিল ৬.১ শতাংশ। কিন্তু পরের ত্রৈমাসিকে এতটা বৃদ্ধি সত্যিই চমকপ্রদ। উল্লেখ্য, আরবিআই আগেই ভবিষ্যদ্বাণী করেছিল, এপ্রিল-জুনের জিডিপি বৃদ্ধি হবে ৭.৭ শতাংশ। তাদের আন্দাজ প্রায় মিলে গেল।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে এই সংক্রান্ত যে ঘোষণা করা হয়েছে, তাতে বলা হয়েছে ভোক্তার চাহিদা বৃদ্ধি কিংবা পরিষেবা ক্ষেত্রে চাহিদার মতো নানা ইস্যুর কারণেই এই ত্রৈমাসিকে দেশের অর্থনীতি একলাফে এতটা এগতে পারল। পাশাপাশি জানা যাচ্ছে, স্টিল, সিমেন্ট, বিদ্যুতের উৎপাদন জুলাইয়ে বেড়েছে। বেড়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আশ্বাস দিয়েছিলেন, গত অর্থবর্ষের থেকে পরিস্থিতি এবার অনেক ভাল হবে। তাঁর সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।