
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু ও পুদুচেরির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’ । ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনিভূত হয়ে তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলের দিকে অগ্রসর হচ্ছে। খবর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস’র।
আজ সোমবার (২৩ নভেম্বর) ভারতের আবহাওয়া দফতর সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, আগামী বুধবার তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় এ রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্মচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে।
এর প্রভাবে আজ সোমবার থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টি শুরু হবে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার ভারী বৃষ্টি হবে।
অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলেঙ্গানায় বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবার।
তামিলনাড়ুর আবহাওয়া দফতর সূত্রের বরাতে খবরে বলা হয়, গভীর নিম্নচাপটি চেন্নাইয়ের দক্ষিণে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী বুধবার জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তামিলনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ৬টি ইউনিট মোতায়েন করা হয়েছে।
পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।