আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধানের পদে রয়েছেন। তার আগে ছিলেন ইন্টার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি (জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ)।
৩১ ডিসেম্বর অবসর নিতে চলেছেন বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়ত। এরপর দায়িত্ব নিবেন মনোজ মুকুন্দ। তিনি ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে বহাল থাকবেন।
জানা গেছে, এই মুহুর্তে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন মনোজ মুকুন্দ। প্রায় চার দশক ধরে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছেন। কাশ্মীর এবং উত্তর পূর্বে অনুপ্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব সামলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। অপারেশন পবনের সময় শ্রীলঙ্কায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। শ্রীলঙ্কায় শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মনোজ মুকুন্দ নরভানে। মায়ানমারে তিন বছর ভারতের হয়ে বিশেষ দায়িত্ব পালন করেছেন তিনি।
সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেলের মত বীরত্বের সম্মানে ভারত সরকার পুরস্কৃত করেছে তাঁকে। পরম বিশিষ্ট সেবা মেডেলেও সম্মানিত করা হয়েছে মজেনারেল মনোজ মুকুন্দ নরভানেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।