জুমবাংলা ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী শনিবার ঢাকা আসছেন। তাঁর সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কোয়াত্রার এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করা নিয়ে আলোচনা করবে ঢাকা-দিল্লি। সফরটি হবে ভারতের ১৮তম সংসদীয় নির্বাচনের পর।
আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর সফরটি হতে পারে। এ জন্য ভারতের পক্ষ থেকে প্রস্তাব করা হবে বলে ধারণা দিয়েছেন দু’দেশের কর্মকর্তারা। ভারত চাইছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের আগেই যাতে দিল্লি সফর করেন।
ঢাকা সফরে কোয়াত্রা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হবে।
গত নভেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এফওসির সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে কোয়াত্রার।
ইরান-ইসরায়েল সংকটের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।