স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষটি নিশ্চিত করে।
আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তিনি নতুন করে দায়িত্ব নিতে আগ্রহী নন। তাই কোহলিদের নতুন কোচ হিসেবে দ্রাবিড়কে নিয়োগ দিল বিসিসিআই।
বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আরপি সিং ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে ভরতের পরবর্তী প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে।
বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ থেকেই কোচ হিসেবে দায়িত্বপালন করবেন দ্রাবিড়।
ক্রিকেট থেকে অবসরে কোচিংকে পেশা হিসেবে বেছে নেওয়া দ্রাবিড় এতদিন ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িথ্ব পালন করেছেন তার অধীনে বেশ কিছু সিরিজ জয়ের পাশাপাশি অনূধর্ব-১৯ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে ভারত। যুব দলের কোচিংয়ে সফল এই কিংদন্তি ক্রিকেটার বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলের দায়িত্ব পালন করবেন।
কোচ হিসেবে নিয়োগ পাওয়ারপর দ্রাবিড় বলেন, এই দায়িত্ব পেয়ে আমি ধন্য। ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। রবি শাস্ত্রীর প্রশিক্ষণে দল দারুণ খেলেছে, আশা করব সেটাই এগিয়ে নিয়ে যেতে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, অনূর্ধ্ব ১৯, ভারতীয় এ দলের হয়ে খেলার সময় দলের অনেকের সঙ্গে কাজ করেছি। আমি জানি ওদের ভালো খেলার খিদে রয়েছে।
তিনি আরও বলেন, আগামী দুই বছর বেশ কিছু বড় প্রতিযোগিতা রয়েছে। দলের সকলকে নিয়ে সেই প্রতিযোগিতায় ভালো খেলার দিকে তাকিয়ে আছি। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মধ্যে থেকে নিজেদের সেরাটা বের করে আনার চেষ্টা করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।