স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ৮ম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই দুর্দান্ত রের্কড গড়তে যাচ্ছেন তামিম ইকবাল। অন্যরকম ডাবল সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন এই ব্যাটসম্যান।
দ্বাদশ আসরে নিজেকে ভালভাবে মেলে ধরতে পারেননি তামিম। পঞ্চাশ বা ষাট কোটায় বার বার আউট হয়ে ফিরছেন তিনি। সর্বশেষ আফগানদের বিপক্ষে ৫৬ আসে তার ব্যাট থেকে।
এদিকে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন দেশসেরা ওপেনার। ভারতের বিপক্ষে ম্যাচটিতে একাদশে থাকলেই চতুর্থ বাংলাদেশি হিসেবে দেশের জার্সিতে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন তামিম।
এর আগে এই ডাবল সেঞ্চুরি করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (২১৩), মুশফিকুর রহিম (২১১) ও সাকিব আল হাসান (২০৪)।
আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।