স্পোর্টস ডেস্ক : ‘নো’ বল নিয়ে অবিশ্বাস্য নাটকের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন রানের জয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে যেসব আলোচনা চলছিল সেগুলো আপাতত বন্ধ হবে কিছুটা। টিম ম্যানেজমেন্টও ক্রিকেটারদের ফুরফুরে মেজাজে রাখতে সচেষ্ট। আগেরদিন জয়ের পর কাল ক্রিকেটাররা সারা দিন ব্রিসবেনের হোটেলের আশপাশে ঘোরাফেরা করে সময় কাটিয়েছেন। এরপর বিকালের ফ্লাইটে অ্যাডিলেড গেছে বাংলাদেশ দল।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ওপর কোনো চাপ রাখছে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু নেই। বরং পাওয়ার আছে অনেক। শক্তিশালী ভারতের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেড়ে যাবে। তবে আজ অ্যাডিলেডে অনুশীলন করবে না বাংলাদেশ দল। ঐচ্ছিক অনুশীলনে সময় পার করবেন ক্রিকেটাররা। এদিকে অ্যাডিলেডের বৃষ্টি ভাবাচ্ছে ভারতকে। সেখানে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের ম্যাচেও।
প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে নিজেদের সফলতম টি ২০ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এখন ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিতলে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলবেন সাকিবরা। সেদিকেই চোখ বাংলাদেশ দলের।
এদিকে জিম্বাবুয়ে ম্যাচের নাটকীয়তা নিয়ে কালও ভক্তদের অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে তাসকিন-শরীফুলদের। ব্রিসবেনে টিম হোটেলের সামনে নায়কদের দেখা পান প্রবাসী বনি তাসকিন তুষি। নিজের নামের সঙ্গে মিল দেখে অবাক হয়ে যান পেসার তাসকিনও। বাংলাদেশের জয়ের নায়কের সঙ্গে ছবি তুলে দারুণ খুশি তুষি। দলের জন্য শুভকামনা জানিয়ে তুষি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে আমরা দারুণ খুশি। ভারতের বিপক্ষে আশা করি আরও ভালো ম্যাচ হবে।’ ম্যাকডোনাল্ডে নাশতা খাওয়ার সময়ও দুজন অসির মধ্যে চলছিল আগেরদিনের ম্যাচ নিয়ে আলোচনা।
অস্ট্রেলিয়া তো তাসকিনের জন্য নিজেকে প্রমাণ করার পুরোনো জায়গা। সেই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে এখানেই তাসকিন নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন। এবার পরিপক্ব তাসকিন নিজেকে পরের ধাপে নিয়ে যাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর আরও ফুরফুরে ভাব তার মধ্যে। অধিনায়ক সাকিবও কিছুটা চাপমুক্ত হতে পেরেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে হারলে তাকে নিয়ে সমালোচনা আরও বাড়ত।
কয়েক বছর ধরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, ‘দল জিতলে আত্মবিশ্বাস বাড়বে এটাই স্বাভাবিক। আমাদেরও আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখনই আমরা সেমিফাইনালের কথা ভাবছি না। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।