Advertisement
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। আগে ব্যাট করে ভারতীয় বোলারদের তোপে ৪৩.১ ওভারে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেছে পাকিস্তানি যুবারা। সর্বোচ্চ ৬২ রান এসেছে অধিনায়ক রোহাইল নাজিরের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান ওপেনার হায়দার আলীর। মোহাম্মদ হারিস করেন ২১ রান। বাকিদের কেউই ডাবল ফিগারে যেতে পারেননি।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুশান্ত মিশ্র। ২টি করে উইকেট শিকার কার্তিক ত্যাগী ও রবি বিষ্ণুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।