আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। খবর এনডিটিভির।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে সাড়ে তিনটার দিকে হাসপাতালটিতে আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ও পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়।
মুম্বাই থেকে ২৮ কিলোমটিার দূরের প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালটি থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জন রোগী আইসিইউতে ছিলেন।
প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতাল সূত্র জানায়, আগুন লাগার পর রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় চারজন রোগীর মৃত্যু হয়। আগুনের কারণে তাদের মৃত্যু হয়নি। তারা কেউ পুড়ে যাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


