আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজ্য সভার ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এক নির্বাহী আদেশে শুক্রবারের আধা ঘণ্টার নামাজ বিরতি বাতিল করেন। সূত্র: ভারতের অনলাইন নিউজ এলজাবরার
ভারতের রাজ্য সভার নিয়ম অনুযায়ি অধিবেশন শুরু হয় সকাল ১১টায় দুপুর একটা পর্যন্ত অধিবেশন চলে। এরপরে ১ ঘণ্টার খাবার বিরতি দিয়ে ২টায় অধিবেশন শুরু হয়ে বিকাল ৬ পর্যন্ত চলে।
শুক্রবারে ১ ঘণ্টার খাবার বিরতির সময় শুধুমাত্র আধাঘণ্টা নামাজ বিরতির বিধান ছিল। এবার থেকে এই আধাঘণ্টার নামাজ বিরতি আর রাজ্য সভার অধিবেশনে চলবে না। অবশ্য রাজ্য সভার মুসলিম সদস্যরা এই সিদ্ধান্তের কোন বিরোধীতা করেনি।
ভারতের সাংবিধানিক পদ্ধতিতে দুটি কক্ষ রয়েছে। একটি নিম্ন কক্ষ ও একটি উচ্চ কক্ষ। নিম্ন কক্ষের নাম লোক সভা সেখানে সংসদ সদস্য থাকেন ৫৫২ জন। এর প্রধান হলেন স্পিকার। উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ২৫০ জন। এর চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।