আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা অক্টোবরে এ পর্যন্ত ভারতীয় স্টক মার্কেট থেকে ৫,৯৯২ কোটি রুপির তহবিল প্রত্যাহার করেছে। শক্তিশালী মার্কিন ডলার সূচক, দুর্বল রুপির কারণে তারা তহবিল সরিয়ে নিচ্ছে। ভারতে মুদ্রানীতি কঠোর করার কারণেও তারা গত সেপ্টেম্বরে, বিদেশি বিনিয়োগকারীরা দেশটি থেকে ৭,৬২৪ কোটি রুপির ইক্যুইটি বিক্রি করে বলে দেশটির ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের ডেটা বলছে। দি প্রিন্ট
২০২২ সালে এখনও পর্যন্ত, তারা ক্রমবর্ধমান ভিত্তিতে ১ লাখ ৭৪ হাজার ৭৮১ কোটি রুপির শেয়ার বিক্রি করেছে। ভারতে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কিনছিল বেশ উৎসাহে। তবে এক বছর ধরে ভারতীয় বাজারে তারা ইক্যুইটি বিক্রি শুরু করেছে যা বিভিন্ন কারণে গত বছরের অক্টোবরে শুরু হয়।
ডলার-নির্দেশিত পণ্যের ক্রমবর্ধমান চাহিদা সহ ভারতের অর্থনীতিতে আর্থিক নীতি কঠোর এবং মার্কিন ডলারের তেজী ভাব ও রুপির অপেক্ষাকৃত দুর্বল অবস্থানের কারণে বিদেশি বিনিয়োগকারীদের দেশটি থেকে তহবিল বা বিনিয়োগ প্রত্যাহারের পরিমান বাড়ছে। বাজারের অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা সাধারণত স্থিতিশীল বাজার পছন্দ করে। এছাড়া রুপির ধারাবাহিক অবমূল্যায়ন এবং ভারতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসও দুর্বল বাজারের অনুভূতির উপর প্রভাব ফেলেছিল।
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কয়েক মাস ধরে হ্রাস পাচ্ছে রুপির অবমূল্যায়ন রক্ষার জন্য বাজারে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সম্ভাব্য হস্তক্ষেপের কারণে। গত বুধবার, রুপি ইতিহাসে প্রথমবারের মতো ৮৩ চিহ্ন অতিক্রম করেছে। এই বছর এখন পর্যন্ত, রুপির প্রায় ১১-১২ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। গত ১৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই বছরেরও বেশি ৫২৮.৩৬৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের সপ্তাহের থেকে সাড়ে ৪ বিলিয়ন কমেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর জালানি শক্তি ও আমদানিকৃত অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ার পর তা সামাল দিতে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।