আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে কোনও আলোচনা অবান্তর বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
নিউইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এর আগে তিনি আলোচনার যে উদ্যোগ নিয়েছিলেন সবই ব্যর্থ হয়েছে। তাই আর কোনও আলোচনার প্রশ্নই আসে না।
পাক প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন যা যা করেছি তা শান্তি এবং আলোচনার জন্য। আমার মনে হয় এই আচরণকে ভারত তোষণ ভেবে নিয়েছে। এর থেকে বেশি আমাদের পক্ষে করা সম্ভব নয়।’
ইমরান আরও বলেন, ‘আলোচনা চেয়ে একাধিকবার ভারতের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে কোনও লাভই হয়নি। তাই তাদের সঙ্গে আর কোনও কথা বলার প্রশ্ন নেই।’
কিছুদিন আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পরমাণু শক্তি ব্যবহার নিয়ে পরোক্ষভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাখেন। তিনি মন্তব্য করেন, পরমাণু বোমার প্রথম প্রয়োগ নীতি ভারত ব্যবহার করবে না, কিন্তু ভবিষ্যতে কী হবে তা সময়ই বলবে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে পাকিস্তানের তরফে বলা হয়, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।