আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মত ভারত সফরে এসেই দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ভারতে অবতরণের পর গুজরাট রাজ্যের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ট্রাম্পকে সংবর্ধনা দেয়া হয়। সেখানেই দেয়া এক ভাষণে এই প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামীকাল (মঙ্গলবার) ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হচ্ছে। সামরিক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম কেনা-বেচার চুক্তি হবে।’
এছাড়া, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী করারও বার্তা দিয়েছেন ট্রাম্প।
আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবারের এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ভারতের কাছে ২৪টি এমএইচ-৬০ হেলিকপ্টার বিক্রি করবে। আর সেই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প।
হেলিকপ্টার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত যে হেলিকপ্টারগুলো কিনবে সেগুলো ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।