গত জাতীয় নির্বাচনের আগে মুজিব সিনেমার সকল ধরনের প্রচারণার কাজ এশিয়াটিক গ্রুপ করেছে। বাংলাদেশের বিভিন্ন বহুজাগতিক কোম্পানির বিজ্ঞাপনের কাজ এখনো পর্যন্ত এশিয়াটিক গ্রুপের কব্জায় রয়েছে।
ভারতের সহযোগিতা থাকায় গ্রামীণফোন, রবি, বাংলালিংক, বিকাশ, কোকাকোলা, ডানো, কোলগেট সহ বড় বড় বিজ্ঞাপনের বাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা। এ নিয়ে এশিয়াটিক গ্রুপের ব্যাখ্যা হচ্ছে, দেশি এবং বিদেশি কোম্পানির বিজ্ঞাপনের বাজার অবৈধ উপায়ে নিজেদের দখলে রাখার অভিযোগ ভিত্তিহীন অবাস্তব।
সাবেক আইজিপি বেনজীরের প্রভাবে ক্রিকেট বোর্ডের প্রচারণার কাজ নিজের দখলে রাখার অভিযোগকে মিথ্যা বলেছেন কোম্পানিটি। কোন ধরনের দরপত্র ব্যতীত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের জনসংযোগের কাজ করেছে এশিয়াটিক গ্রুপ।
এতে খরচ হয়েছিল পাঁচ কোটি টাকা। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের প্রচারণার দায়িত্ব পেয়েছিল এশিয়াটিক গ্রুপ। আসাদুজ্জামান নূর এবং ইরেশ যাকেরের প্রভাবে এ দুটি কাজ তারা ভাগিয়ে নেয়। তবে এশিয়াটিক গ্রুপ জানায় যে, যথাযথ সব নিয়ম মেনে তারা এ দুটি কাজ সম্পাদন করেছে। এখানে তারা কোন অনিয়ম করেনি।
বাংলাদেশে বহুজাগতিক কোম্পানির একটি বড় অংশের শীর্ষ পদে রয়েছে ভারতীয় নাগরিকরা। আর এদের সহযোগিতায় বিজ্ঞাপনের বাজার সহজে নিয়ন্ত্রণ করত এ এশিয়াটিক গ্রুপ। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পেপসি, রবি, টাটা, কোকাকোলা, colgate, হিমালয়া, ডাবর ইত্যাদি।
এশিয়াটিক গ্রুপের সহযোগিতায় 2000 সালে যাত্রা শুরু করে এশিয়াটিক মাইন্ড শেয়ার লিমিটেড। তারা মূলত দেশের কোম্পানির বিজ্ঞাপনের কাজ নিয়ন্ত্রণ করে।
গ্রুপ এমএ ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম গত বছর ৫ মার্চ প্রথম আলোর এক সাক্ষাৎকারের দাবি করেন যে, হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান বেশ বড়। এখন সত্তর শতাংশ বাজারের হিস্যা আমাদের। আমরা একদিকে গ্রাহকের জন্য মিডিয়ার প্ল্যান করেছি, কোথায় এবং কোন মিডিয়ার কোন স্টাইলের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া উচিত এবং যেসব বিষয় মাথায় রাখা উচিত এ বিষয়ে পরামর্শ দিচ্ছি আমরা।
কী কী কোম্পানি তাদের দখলে আছে তা জানিয়েছিলেন মোরশেদ আলম। বহুজাগতিক কোম্পানির অধিকাংশের সঙ্গে আমরা কাজ করেছি। এর মধ্যে ইউনিলিভার, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, কোকাকোলা, নেসলে, ডাবর, দারাজ, বিকাশ কোলগেট, হুন্ডা অন্যতম।
দেশি ব্র্যান্ডের মধ্যে মেঘনা গ্রুপ, ইফাদ, ওয়ালটন অন্যতম। বর্তমান বাজারে ৭০% কোম্পানির সঙ্গে আমরা যুক্ত। তবে প্রতিযোগী অন্যান্য কোম্পানির দাবি অনুযায়ী ৮০ পার্সেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছে এশিয়াটিক গ্রুপ।
সোর্স: ডেইলি আমার দেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।