স্পোর্টস ডেস্ক : এমনিতেই ভারত বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আবার দেশের মাটিতে সফলভাবে আইপিএল আয়োজনের দৌলতে আরো ফুলে ফেঁপে ওঠেছে তারা। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (ভিসিসিআই) সুখবর দিল সাবেক ক্রিকেটারদের। জানানো হলো, ১০০ শতাংশ বাড়ানো হচ্ছে পেনশনের পরিমাণ।
সোমবার টুইটারে বোর্ড সচিব জয় শাহ লেখেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নারী ও পুরুষ ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশন বাড়ানো হচ্ছে। মোট ৯০০ জন এ বর্ধিত পেনশনের আওতায় পড়বেন। ৭৫ শতাংশ পেনশনারের অবসরকালীন ভাতা বাড়বে ১০০ শতাংশ।
স্বাভাবিকভাবেই বড় ঘোষণা করলেন জয় শাহ। নিঃসন্দেহে যাতে খুশি এবং উপকৃত হবেন পেনশন ভোগীরা। তার টুইটেই স্পষ্ট, ক্রিকেটারদের পাশাপাশি এ তালিকায় থাকছেন স্কোরার, পরিসংখ্যানকারীসহ ম্যাচের সাথে যুক্ত অনেকেই।
উল্লেখ্য, এদিনই টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের ম্যাচ দেখানোর স্বত্ত্ব বিরাট অঙ্কে বিক্রি হয়। ২০২৩ থেকে ২০২৭ সাল এ পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ত্ব পাচ্ছে দু’টি কোম্পানি। ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিনিময়ে সেই স্বত্ত্বই কিনে নিয়েছে ডিজনি (স্টার স্পোর্টস)। অর্থাৎ সনিকে পিছনে ফেলে ফের টিভিতে আইপিএল দেখানোর মালিক হয়ে গেল স্টারই স্পোর্ট্স। প্যাকেজ বি-তে ভারতীয় উপমহাদেশে ডিজিটাল স্বত্ত্বের বিষয়টি রয়েছে।
শোনা যাচ্ছে, সেই রাইটস পেতে ইতোমধ্যেই ২০ হাজার ৫০০ টাকা দর হাঁকিয়েছে ভায়াকম ১৮। সব ঠিকঠাক থাকলে তারাই বাজিমাত করবে।
এ বিপুল টাকার হিসেবের পরই সাবেক ক্রিকেটারদের সুখবর দিলেন জয় শাহ। অনেক সময়ই নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতনের ব্যবধান নিয়ে আঙুল তোলা হয় বিসিসিআইয়ের দিকে। তবে পেনশনের ক্ষেত্রে সেই বর্ধিত শতাংশের ব্যবধান কার্যত মুছে ফেলছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।
সূত্র : সংবাদ প্রতিদিন
মেয়ের আজব নাম রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া, নেট দুনিয়ায় নিন্দার ঝড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।