ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় দেশটির মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শৈশব জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চলো জিতে হ্যাঁয়’ প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থা (কেভিএস) ও নওদয়া বিদ্যালয় সমিতি (এনভিএস) তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যালয়গুলোতে ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শন করবে।
প্রদর্শন লক্ষ্য করছে শিক্ষার্থীদের চরিত্র, সেবা ও দায়িত্ববোধ বোঝানো, নৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দেওয়া এবং সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলন, সমালোচনামূলক চিন্তা ও প্রেরণা অর্জন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রদর্শন নরেন্দ্র মোদির জন্মদিনের কাছাকাছি সময়ে করা হচ্ছে। এটি ‘প্রেরণা’ নামের একটি শিক্ষামূলক কর্মসূচির অংশ, যা ৯টি মানবিক মূল্যবোধ—স্বাভিমান ও বিনয়, শৌর্য ও সাহস, পরিশ্রম ও সমর্পণ, সত্যনিষ্ঠা ও শুচিতা, করুণা ও সেবা, নবচর ও জিজ্ঞাসা, বৈচিত্র্য ও একতা, শ্রদ্ধা ও বিশ্বাস, স্বাধীনতা ও কর্তব্য—উন্নয়নে সহায়ক হবে।
কর্মসূচিটি গুজরাটের ঐতিহাসিক ভাদনার বিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে, যেখানে নরেন্দ্র মোদি তাঁর শিক্ষাজীবন শুরু করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।