আন্তর্জাতিক ডেস্ক: ভূকম্পনে কেঁপে ওঠল ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাক শহর। শনিবার ভোরে রাজ্যটিতে রিখটার স্কেলে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।
এদিন দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানায়। খবর এএনআই’র।
এএনআই’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহতাক শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তমপশ্চিমে ভোর ৩টা ৪৭ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়েছে বলে জানা গেছে।
এবারই প্রথম নয়, চলতি জুনের শুরুতেও হরিয়ানার ঝাজ্জারে ২ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।