বিনোদন ডেস্ক : ভারতে মুক্তির দ্বিতীয় সপ্তাহে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করল বিশ্ব দাঁপিয়ে বেড়ানো চলচ্চিত্র ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। জেমস ক্যামেরনের মহাকাব্যিক চলচ্চিত্রটি মুক্তির দ্বিতীয় শনিবারে প্রায় ২০.৭৫ কোটি রুপি উপার্জন করেছে। এর ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২২৩ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, অ্যাভাটারের সিক্যুয়েলটি সহজেই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এবং এই ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।
বক্স অফিস ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ ভারতের দক্ষিণ অঞ্চলে চমৎকার ব্যবসা করেছে। মুক্তির দ্বিতীয় শুক্রবার সিনেমাটির ভারতে মোট আয়ের প্রায় ৫০ শতাংশ ছিল দক্ষিণ ভারত থেকে। এমনকি ভারতীয় চলচ্চিত্র মুক্তির পরেও সিনেমাটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের এনার্জেটিক স্টার রণবীর সিংয়ের ‘সার্কাস’। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি মুক্তির দুই দিনে মাত্র ১৩ কোটি রুপির মতো আয় করেছে। আগামী সপ্তাহে বড় কোনো তারকার সিনেমা মুক্তির তালিকায় না থাকায় ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম অংশের ১৩ বছর পর মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর অন্যতম। প্রথম চলচ্চিত্রের তারকা স্যাম ওয়ার্থিংটন, জো সালদানা, সিগর্নি ওয়েভার আবার পর্দায় ফিরে এসেছেন। সেই সঙ্গে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন কেট উইন্সলেট। ১৬ ডিসেম্বর থ্রিডি ও আইম্যাক্স পর্দায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার। ’
সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।