ভারতের হাকিমপুর সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে সোমবার রাতে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তরিত ব্যক্তিরা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী এবং ৫ শিশু রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানিয়েছেন, বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা পরে বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়। পরে তাদের সাতক্ষীরা থানায় আনা হয়।
পরিচয় যাচাইবাছাই শেষে মঙ্গলবার এসব বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত সমন্বয় ও সীমান্ত প্রটোকল অনুসারে এমন হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।