জুমবাংলা ডেস্ক : ভারতে আত্মগোপণের পর দেশে ফেরার পথে বেনাপোলে আটক কক্সবাজার শহরের একজন ইয়াবা কারবারি আজ সোমবার ভোরে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। কক্সবাজার শহরের খুরুশকুল ব্রিজ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত কারবারি মিজান (৩২) শহরের টেকপাড়া সমাজ কমিটির সভাপতি গোলাম মওলা ওরফে জজ বাবুল। নিহত মিজান দীর্ঘকাল ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ইয়াবার কারবারে জড়িত ছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, নিহত মিজান বড় মাপের একজন ইয়াবা কারবারি। তিনি নিজে কারবারের পাশাপাশি অন্যান্য ইয়াবা কারবারিদের ইয়াবার চালান লুটপাট করে নিতেন। গত ৮ ফেব্রুয়ারি শহরে মাঝেরঘাট এলাকা থেকে কয়েক কোটি টাকা মূল্যের ইয়াবা লুটের ঘটনা ঘটে।
নিহত মিজান ওই ঘটনার অন্যতম হোতা। ঘটনার পর পরই তিনি পালিয়ে ভারত চলে যান। সর্বশেষ গত ১৭ জুলাই মিজান ভারত থেকে দেশে ফেরার পথে বেনাপোলের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। ইমিগ্রেশন পুলিশ মিজানকে আটক করে কক্সবাজার জেলা পুলিশের হাতে তুলে দেয়।
কক্সবাজার জেলা পুলিশ বেনাপোল থেকে মিজানকে কক্সবাজার এনে তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার ভোররাতে মাঝেরঘাটস্থ খরুশকুল ব্রিজ এলাকায় লুট হওয়া ইয়াবা উদ্ধারে যায়।
ওসির দাবি, মিজানকে নিয়ে ইয়ারা উদ্ধার অভিযানে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। কারবারিরা গুলি ছুঁড়ে মিজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।