আন্তর্জাতিক ডেস্ক : পার্শ্ববর্তী দেশ ভারতে দিন দিন অবনতির পথে যাচ্ছে করোনা পরিস্থিতি। রেকর্ড হারে দেশটিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে দেশটিতে। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৬ হাজার ৮২৬ জন করোনা আক্রান্ত হয়েছে। ভারতে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৮৪ হাজারের বেশি। নতুন এক হাজার ৬৫ জনসহ ভারতে মোট প্রাণহানির সংখ্যা সাড়ে ৬১ হাজারের বেশি।
এদিকে, গত জুনের পর যুক্তরাজ্যে সর্বোচ্চ এক হাজার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে যুক্তরাজ্যে করোনা শনাক্ত ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৪১ হাজারের বেশি। করোনা শনাক্ত বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ দেশ ও অঞ্চলে নাগরিকদের ভ্রমণ বন্ধ করতে আহ্বান জানিয়েছে জার্মানি। ২রা সেপ্টেম্বর থেকে ফ্রান্স ও স্পেনসহ ৪৬টি দেশের ফ্লাইট নিষিদ্ধ করেছে পোল্যান্ড।
ফ্রান্সে দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ ছয় হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩৫ হাজারের বেশি। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছে এক কোটি ৭০ লাখের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।