বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে কিছুদিন আগে খরচ বেড়েছে মোবাইল ফোন সেবার। এরপর থেকে অনেকেই নিজের জন্য কোন প্যাকেজটি সেরা হবে, তা বাছতে গিয়ে হিমশিম খাচ্ছেন। দেশটিতে মোবাইল ফোন সেবায় শীর্ষ তিন কোম্পানি জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার (ভিআই) গ্রাহকদের মধ্যে ২৮ দিনের ইন্টারনেট প্যাকেজ টি এখন সবচেয়ে জনপ্রিয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তিনটি প্রতিষ্ঠানের সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজগুলোর সুবিধা তুলে ধরা হয়েছে। প্রথমেই থাকছে রিলায়েন্স জিও’র খবর।
জিও’র সবচেয়ে সস্তা প্যাকেজ ১৫৫ রুপির। এই প্যাকেজে গ্রাহকরা ২৮ দিনের জন্য মোট দুই জিবি ইন্টারনেট পাবেন। থাকছে আনলিমিটেড কল এবং ৩০০ এসএমএসের সুবিধা। এর সঙ্গে জিও অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রি। এরচেয়ে একটু বেশি খরচ করলে ২০৯ রুপির আরেকটি প্ল্যান রয়েছে। তাতে গ্রাহকরা ২৮ দিনের জন্য দৈনিক এক জিবি করে ইন্টারনেট পাবেন। এতেও রয়েছে আনলিমিটেড কল, দৈনিক ১০০ এসএমএস এবং জিও অ্যাপের সাবস্ক্রিপশন সুবিধা।
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মোবাইল সেবা গ্রাহক এয়ারটেলের। তাদের সবচেয়ে কম দামি প্যাকেজ ১৭৯ রুপিতে ২৮ দিন। এতে গ্রাহকদের মোট দুই জিবি ইন্টারনেট, সব নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং ৩০০ এসএমএস দেওয়া হচ্ছে। এছাড়া, প্রাইম ভিডিওর বিনামূল্যে ট্রায়াল, বিনামূল্যে হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে। এর পরের প্যাকেজ ২৬৫ রুপির। এতে প্রতিদিন এক জিবি ইন্টারনেট, সব নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়া গ্রাহকদেরও সবচেয়ে কম খরুচে প্যাকেজ ১৭৯ রুপির। এতে ২৮ দিনের জন্য মোট দুই জিবি ইন্টারনেট, আনলিমিটেড কল এবং ৩০০ এসএমএস পাওয়া যাবে। এর পাশাপাশি ভিআই মুভিজ এবং টিভিতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়। ভোডাফোন আইডিয়ার দ্বিতীয় প্যাকেজ ২৬৯ রুপির। এতে দৈনিক এক জিবি ইন্টারনেট, সব নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ এসএমএস পাওয়া যাবে। থাকবে ভিআই মুভিজ এবং টিভির বিনামূল্যে অ্যাক্সেসও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।