আন্তর্জাতিক ডেস্ক: ভারতে প্রাত্যহিক হিসেবে শুক্রবার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ৯০হাজার ৪০১ জনে দাঁড়ালো। এদিকে একই সময়ে ভারতে করোনায় নতুন করে আরো ৪০৭ জন প্রাণ হারিয়েছে। ফলে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৫ হাজার ৩০১জনে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর পিটিআই’র।
মন্ত্রণালয়ের সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, প্রতিদিনের হিসেবে শুক্রবার ভারতে মোট ১৭ হাজার ২৯৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সংখ্যাএকদিনের হিসেবে সর্বোচ্চ।
এনিয়ে ভারতে সপ্তম দিনের মতো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়ালো।এছাড়া দেশটিতে কেবলমাত্র ১ থেকে ২৬ জুনপর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৮৬৬ জন আক্রান্ত হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট আক্রান্তদের মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৬৩৬জন সুস্থ হয়ে উঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪৬৩জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ পর্যন্তপ্রায় ৫৮.২৪শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে।
আক্রান্ত রোগী এ সংখ্যার মধ্যে বিদেশি নাগরিকরা অন্তর্ভূক্ত রয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে মারা যাওয়া ৪০৭ জনের মধ্যে মহারাষ্ট্রে ১৯২জন, দিল্লীতে ৬৪ জন, তামিলনাড়–তে ৪৫ জন, গুজরাটে ১৮জন, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে ১৫ জনকরে, অন্ধ্র প্রদেশে ১২, হরিয়ানায় ১০ জন, মধ্য প্রদেশে ৮ জন, পাঞ্জাবে ৭ জন, কর্ণাটকে ৬জন, তেলেঙ্গানায় ৫ জন, রাজস্থানে ৪ জনএবং জম্মু ও কাশ্মিরে ২ জনরয়েছে।
এছাড়া অরুণাচল প্রদেশ, হিমাচলপ্রদেশ, ঝাড়খন্ড ও উত্তরাখন্ডে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসেএকজন করে প্রাণ হারায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।