
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের ভাঙলো একদিনে করোনা শনাক্তের রেকর্ড। বুধবার প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ২৫ হাজার ছাড়িয়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা। মোট সংক্রমণ ছাড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার।
গত সাতদিনে ৫ দিনই রেকর্ড সংক্রমণ দেখলো দেশটি। টানা ছয়দিন ধরে দৈনিক প্রাণহানি ৪ শতাধিক।
রাজ্যভিত্তিক সংক্রমণের শীর্ষে এখনও মহারাষ্ট্র। বুধবার ৬ হাজার ৬শ’র বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে রাজ্যটিতে। প্রাণ গেছে ১৯৮ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা তামিলনাড়ুতে শনাক্ত হয়েছে ৩ হাজার সাড়ে ৭শ’ রোগী। মুম্বাইয়ে একদিনে শনাক্ত হয়েছে ১৩শ’র বেশি সংক্রমিত, যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। মোট প্রাণহানি ২১ হাজার ১৪৪।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।