আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) হটস্পট ভারতে একদিনে রেকর্ড প্রায় ৭৮ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে এক হাজারের বেশি।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৮২৬ জনের। একই সময়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মারা গেছেন আরও ১ হাজার ৬৫ জন।
ভারতে মোট শনাক্ত ৩৩ লাখ সাড়ে ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় ৬১ হাজার ৭০০ জন।
এই সময় জানায়, আগস্টে এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার জনের বেশি। এই মাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। জুলাইতে এ সংখ্যা ছিল ১৯ হাজার ১২২ জন।
গত ৪ আগস্ট থেকে বিশ্বে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মোট শনাক্তে তৃতীয় স্থানে থাকা ভারত। এদিকে মোট মৃতের সংখ্যায়ও মেক্সিকোকে টপকে দু-একদিনের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। দু’দেশের মৃতের সংখ্যার ব্যবধান এক হাজারের কম।
এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ সাড়ে ৩৫ হাজারের বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।