আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক দিন ৮৫ থেকে ৯০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল দৈনিক সংক্রমণ। সে তুলনায় সবশেষ চব্বিশ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে নতুন শনাক্ত কিছুটা কমেছে। এই সময়ে ৭৫ হাজারের কিছু বেশি সংক্রমণ দেখেছে দেশটি।
মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে সবশেষ একদিনে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৭৫ হাজার ৮০৯ জনের শরীরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৮০ হাজার ৪২৩ জন।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে ভারত। সোমবার ব্রাজিলকে টপকে দ্বিতীয়স্থানে উঠে আসে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি। এই তালিকায় ভারতের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র, আক্রান্ত ৬৪ লাখ ৮৫ হাজার।
চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৭৫জন।
করোনার সংক্রমণের তীব্রতা অব্যাহত রয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে নতুন করে প্রায় সাড়ে ১৬ হাজার শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২৩ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭ জনের।
এদিকে, রাজধানী দিল্লিতে চব্বিশ ঘণ্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৭৭ জনের শরীরে। সেখানে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫০০।
৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ কোটি ৬ লাখ ৫০ হাজার ১২৮টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।