Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড দেখার পর ভারতে ফের কমেছে মৃত্যুর সংখ্যা। খবর ইউএনবি’র।
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে রবিবার ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন। এনিয়ে মোট মৃত্যু বেড়ে ১৩৯১ জনে দাঁড়াল। এর আগে শনিবার ভারতে একদিনে রেকর্ড ১০০ জন মৃত্যুবরণ করে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৩৩ জনে। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৭৫ জন।
করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউন ৪ মে’র পরে আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুযায়ী এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।