Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ হাজার ৫০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে।
এছাড়া নতুন করে আরও ৮৫৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৯৫ জনে। ভারতে সুস্থতার হার ধারাবাহিকভাবে বাড়ছে। করোনায় আক্রান্ত ১২ লাখ ৮২ হাজার ২১৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে সুস্থতার হার মঙ্গলবার পর্যন্ত ৬৬.৩০ শতাংশ।
গত কয়েকদিন ধরে ভারতে করোনার নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে। মঙ্গলবার একদিনেই ৬ লাখ ১৯ হাজার ৬৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৪০২টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।