
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। শনিবার রাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।
দ্য হিন্দু’র রবিবার সকালের আপডেট অনুযায়ী, ভারতে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ৩৯৫ জনে।
দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ২৭৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭০ হাজার ১৭৫ জন।
বিশ্বের সর্বাধিক করোনা সংক্রমিত দেশগুলোর তালিকায় বর্তমানে ভারত আছে চার নম্বরে। এর ঠিক ওপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়া।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শনিবার সকালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন যা এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক।
এই সময় জানায়, মহারাষ্ট্র রাজ্যের পরিস্থিতি চূড়ান্ত উদ্বেগজনক। ওই রাজ্যে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
এর পরে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৮৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি নতুন শনাক্ত হয়েছে। দেশের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ হাজারের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।