স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালোই হলো ভারতীয় ক্রিকেট দলের। প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্ট জয়ে নিজেদের ঝুলিতে ১২০ পয়েন্ট যোগ করে নিলো কোহলির ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টে জ্যামাইকার কিংসটনে প্রথমে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৪১৬ রানে থামে ভারত।
৪১৬ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় পেসার জাস্প্রীত বুমরাহর হ্যাটট্টিকে ১১৭ রানেই গুটিয়ে যায় ক্যারীবিয়রা। দ্বিতীয় ইনিংসে ক্যারীবিয়ানদের ফলো অনে না দিয়ে আবারো ব্যাট করতে নামে ভারত। ব্যাটিংয়ে নেমে ১৬৮ রানে ইনিংস ঘোষণা করেন কোহলি। ৪৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২১০ রানে আবারো অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২৫৭ রানের বিশাল জয় পায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন ভারতের হনুমা বিহারী।
টেস্ট চ্যাম্পিয়নশিপে সব মিলে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।